parbattanews

লামায় নিষিদ্ধ চম্পাফুল কাঠ জব্দ, আটক-১


নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবানের লামা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ চম্পাফুল ও সেগুন ১৯৭ ফুট কাঠ আটক করেছে বন বিভাগ। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ টাকা।

সূত্র জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাতামুহুরী নদীর সিবাতলী এলাকায় ৩টি ইঞ্জিল চালিত নৌকা আটক করে নিশিদ্ধ ৫৭ টুকরা (৮২.৬৫ ঘনফুট) চাম্পাফুল কাঠ এবং আলীকদমের সোনাইছড়ি এলাকা থেকে বিজিবি’র সহায়তায় ৮৭ টুকরা (১১৫ ঘনফুট) সেগুন কাঠ জব্দ করেছে লামা বন বিভাগ।

এছাড়া তৈন রেঞ্জের অফিসার ঘোনার সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে নূর খাঁন নামে একজনকে আটক করা হয়েছে। সে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বাগান পাড়ার লাল মিয়ার ছেলে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।

Exit mobile version