লংগদুতে সেনা অভিযানে অস্ত্র ও গুলিসহ রোমেল চাকমা আটক
আলমগীর মানিক,রাঙামাটি:
রাঙামাটির লংগদুতে সেনা জোনের সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এক সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতের নাম রোমেল চাকমা (২০) এসময় তার কাছ থেকে একটি এলজি ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে আটারকছড়া ইউনিয়নের ক্যংরাকিয়া গ্রামের মনি চাকমার পুত্র বলে জানা গেছে।
লংগদু সেনাজোন সূত্রে জানা গেছে, রবিবার বিকাল সাড়ে ৪টার সময় লংগদু উপজেলার ডানে আটারকছড়া তেতুলতলা এলাকায় অস্ত্র সহ কয়েকজন সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে লংগদু জোনের করল্যাছড়ি আর্মি ক্যাম্পের কমান্ডার সেকেন্ট ল্যাপ্টেন মোঃ মাজাহার ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমানের অভিযানে একটি টহল দল ঐএলাকায় অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় রুমেল চাকমাকে আটক করে।
এসময় তল্লাশী করে তার কাছ থেকে একটি এলজি ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীকে লংগদু থানায় সৌপর্দ করা হয়। আটককৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে বলে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল হক নিশ্চিত করেন।



















