লংগদুতে দুটি কেন্দ্রে এইচএসসি ও আলিম পরীক্ষা চলছে

লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলার একমাত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রাবেতা মডেল কলেজ ও আলিম পর্যায়ে এক মাত্র দ্বীনই শিক্ষা প্রতিষ্ঠান মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার এইচএসসি ও আলিম পরীক্ষার জন্য লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়কে ভেন্যু নির্ধারণ করে দুই পার্শ্বে দুটি কেন্দ্র করা হয়েছে। নকল মুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি ও আলিম পরীক্ষা চলছে।

পরীক্ষার প্রথম দিনে বাংলা ১ম পত্রের পরীক্ষায় রাবেতা মডেল কলেজ থেকে সর্বমোট ২শত ৩৬জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছে ২শত ৩৫জন। একজন ছাত্রী অনুপস্থিত রয়েছে।

মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার ৩৩জন পরীক্ষার্থীর মধ্যে ৩২জন পরীক্ষায় অংশ নিয়েছে। আলিম পরীক্ষায়ও এক জন ছাত্রী অনুপস্থিত আছে।

লংগদু উপজেলায় ২০১৬ ও ২০১৭ এ দুই বছর ধরে আলিম পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পূর্বে চট্টগ্রামের রাঙ্গুনিয়াস্থ আলমশাহ পাড়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দিতে হত। লংগদু উপজেলায় আলিম পরীক্ষা কেন্দ্র হওয়ায় ছাত্র ছাত্রীদের জন্য যথেষ্ট সুবিধা হয়েছে। এ জন্য অভিভাবক মহল খুবই খুশি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অভিভাবক মহল কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন