parbattanews

লংগদুতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদুতে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ উপলক্ষে দীঘিনালা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উদ্যোগে স্কুল পর্যায়ে ছাত্র ছাত্রীদের মাঝে বক্তৃতা  প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বুধবার (৮ আগস্ট) লংগদু উপজেলায় স্কুল পর্যায়ে ‘বিদ্যুৎ অপচয় রোধে ছাত্র ছাত্রীদের করণীয়’ শীর্ষক বিষয়ে বক্তৃতা  প্রতিযোগিতা আয়োজন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দীঘিনালা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী অশোক কুমার দাশ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, লংগদু প্রেস ক্লাবের সভাপতি মো. এখলাস মিঞা খান, রাবেতা হাসপাতাল প্রজেক্ট কো-অডিনেটর মো. নুরুল ইসলাম শাহিন, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষিকা রোফিকুন্নেছা রোজি।

এ সময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা এতে উপস্থিত ছিলেন। শেষে বক্তিতা প্রতিযোগিতায় প্রথম রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ফহাদ আনজুম ও দ্বিতীয় একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সুমাইয়া বিনতে সুলতানকে অতিথিগণ পুরস্কার তুলে দেন।

Exit mobile version