parbattanews

লংগদুতে আরইআরএমপি-২ প্রকল্পের কর্মীদের সাফল্য সনদ ও সঞ্চয়ী চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, লংগদু:

রাঙামাটির লংগদুতে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম-২ (আরইআরএমপি-২) শীর্ষক প্রকল্পে নিয়োজিত নারী কর্মীদের সাফল্য সনদ ও সঞ্চয়ের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার ৭০ জন আরইআরএমপি-২ প্রকল্পের কাজে নিয়োজিত নারী কর্মীদের জমানোকৃত জনপ্রতি ৭৫ হাজার ৭শত ২৭ টাকা ও সনদ প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী (অতিঃ দায়িত্ব) মোঃ রিয়াদ উন নবী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন। উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাইনীমুখ ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ জানে আলম, আটারকছড়া ইউপি চেরয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা।

এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও আরইআরএমপি-২ প্রকল্পের মহিলা কর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version