রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয়ে জরুরি অভিভাবক সমাবেশ

রোয়াংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে শিক্ষক কর্তৃক আয়োজনে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা রোয়াংছড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের অন্যতম সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মাউসাং মারমা, পুরুষ ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, পাগলা ছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ উ. আগাসিরি থের, রোয়াংছড়ি সদর ইউপি চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনন্দসেন তঞ্চঙ্গ্যা প্রমুখ।

এসময় প্রধান অতিথি কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা বলেন, এবারে যারা এসএসসি পরীক্ষার অংশগ্রহণ করেছেন আগের বছরের তুলনায় এ বছরে ব্যাপকভাবে অকৃতকার্য হয়েছে ছাত্র-ছাত্রীরা। অভিভাবকের নিজ সন্তানকে সাফল্যের শিখরে দেখতে চাইলে নিজেদেরকেও ভুমিকা পালন করতে হবে। শুধু লেখাপড়া করালে হবে না। ঠিক মতোই স্কুলের যাচ্ছে কিনা এ ব্যাপারে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই সুবাদে আজ পার্বত্য ও প্রত্যন্ত অঞ্চলেও ভালো নেটওয়ার্ক সুবিধা পাওয়া যাচ্ছে। সামাজিক গণমাধ্যমে যোগাযোগ স্থাপনের সুযোগ পাচ্ছে। তাই সকল শিক্ষার্থীদের অভিভাবকরা সে দিকে লক্ষ্য রেখে নিজ সন্তানদের হাতে স্মার্ট ফোন তুলে দিয়ে সতর্ক নজর রাখার জন্য আহ্বান জানান।

রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খোরশেদ আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেবব্রত চাকমা, প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক বোধিচন্দ্র তঞ্চঙ্গ্যা। অনুষ্ঠানে সকল অভিভাবক ও বিদ্যালয়ের সকল শিক্ষকসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গেল ৬ মে এসএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্যের সংখ্যা বেশি হওয়ায় এ স্কুলের ম্যানেজিং কমিটির সঙ্গে অভিভাবকদের এ জরুরি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন