রোয়াংছড়িতে মাছের পোনা অবমুক্ত করলেন নির্বাহী কর্মকর্তা

R PIC 29.8

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়িতে মৎস্য অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন প্রতিষ্ঠান, নদী, খাল, পুকুর এবং বিলের মাঝে পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে রইখইক্ষ্যং খালের মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন নির্বাহী কর্মকর্তার মো: দাউদ হোসেন চৌধুরী।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, রোয়াংছড়ি সদর ইউপি’র চেয়ারম্যান চহ্লামং মারমা, আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ও উপজেলা মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম প্রমূখ।

মৎস্য অফিস সূত্রে জানাগেছে, এই কর্মসূচীর আওতাধীন প্রায় ১ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৩০৫ কেজি বিভিন্ন জাতের মিশ্র মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে মৎস্য চাষিদের বন্টন করে দেয়া হয়েছে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা মো: নজরুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন