রোয়াংছড়িতে কৃষক প্রশিক্ষণ ও ফলজ চারা বিতরণ

Rowangchari pic 27.6.2016 (1)

রোয়াংছড়ি প্রতিনিধি:

রোয়াংছড়ি উপজেলায় পূবাঞ্চলীয় সমন্বিত কৃষি উন্নয়ন ও উন্নত কৃষি প্রযুক্তি বিষয়ে উপকার ভোগীদের নিয়ে এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুন নেছা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা উপ-পরিচালক মো. আলতাফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান চহ্লামং মারমা, স্থানীয় সংবাদকর্মীসহ অত্র অফিসের সকল কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি বলেন, বর্তমানের বাংলাদেশ সরকার সফল ভাবে কাজ করে যাচ্ছে। জেলা ও উপজেলায়গুলো মধ্যে কৃষি সম্প্রসারণের উপর গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। বর্তমানে আবাদি ও অনাবাদি সমস্ত জমিগুলো কৃষকদের উপযুক্ত স্থান হিসেবে নির্বাচন করে আবাদ করে চলেছে। পাহাড়ী এলাকায় আবাদি জমির মধ্যে চাষাবাদ করছে চাষিরা। উপকারভোগী কৃষক প্রশিক্ষণ শেষে পার্বত্য মন্ত্রণালয় অর্থায়নের ফলজ চারা নারিকেল ১৫০টি, আম্রপালি আম ৬৫০টি,আপেল কুল ৬৫০টি, রামগুয়ে আম ১৮০০টি, রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ও রোয়াংছড়ি সদর ইউনিয়নে কৃষক ও বিভিন্ন প্রতিস্থনে স্কুল, মন্দির ও র্গীজা মধ্যে গাছে চারা বিতরণ করেন উপ-পরিচালক মো. আলতাফ ও নবনির্বাচিত চেয়ারম্যান চহ্লামং মারমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন