parbattanews bangladesh

রোয়াংছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

 

রোয়াংছড়ি প্রতিনিধি:

‘আদিবাসী জাতিসমূহের দেশান্তর, প্রতিরোধের সংগ্রাম’ শ্লোগানকে সামনে রেখে বান্দরবান রোয়াংছড়িতে বর্ণীল আয়োজনে মধ্যে দিয়ে ২৪তম আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

জাতিসংঘ থেকে আন্তর্জাতিক আদিবাসী দিবস ঘোষণার পর থেকে প্রতি বছরের ন্যায় বৃহস্পতিবার( আগস্ট) সকাল ৯টায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা অধিকারের দাবি নিয়ে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহার সংলগ্নে মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এসময় অনুষ্ঠানে রোয়াংছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও রোয়াংছড়ি উপজেলা আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কিমিটির আহ্বায়ক মাউসাং মারমার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যবামং মারমা।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা জর্জ কোর্টে এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, রোয়াংছড়ি মৌজা হেডম্যান চসিংপ্রু মারমা, ঘেরাউ মৌজা হেডম্যান শৈসাঅং মারমা, রোয়াংছড়ি সদর ইউপি সাবেক চেয়ারম্যান অংশৈমং মারমা প্রমুখ। এছাড়া সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ দেড় শতাধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নর-নারীরা অংশগ্রহণ করেন।