parbattanews bangladesh

রোহিঙ্গা সংকট নিয়ে নিরাপত্তা পরিষদে বৈঠক আজ

পার্বত্যনিউজ ডেস্ক:

রোহিঙ্গা সংকট নিয়ে আজ আলোচনায় বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। বৈঠকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বাংলাদেশের বক্তব্য শুনবে পরিষদ। যুক্তরাজ্য, ফ্রান্স, যুক্তরাষ্ট্রসহ ৭টি দেশের অনুরোধে এই বৈঠক ডাকা হয়।

এদিকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। বুধবার জেনেভায় সংবাদ সম্মেলনে তিনি এ সংশয় জানান। গ্রান্ডি বলেন, আগামী সপ্তাহে জেনেভায় রোহিঙ্গাদের রাষ্ট্রহীন অবস্থা নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনায় বসতে চান তিনি।

এই সংকটের জন্য মিয়ানমারই দায়ী উল্লেখ করে তাদেরকেই এর সমাধানের আহ্বান জানান।

সূত্র: ইনডিপেডেন্ট