রোহিঙ্গাদের হামলায় বালুখালী ক্যাম্পে ৪জন নলকূপ শ্রমিক আহত,  অস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের বালুখালী ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় ৪জন নলকূপ শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় অস্ত্রসহ ২জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটককৃত রোহিঙ্গারা হল, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা নুরুল বশর (৩০) ও ইলিয়াস (২৮)। এসময় তাদের কাছ থেকে গুলিসহ ২টি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, গত রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে একটি মসজিদে থাকা স্থানীয় ৪জন নলকুপ শ্রমিককে ১০-১২জনের একটি রোহিঙ্গা গ্রুপ ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ এসব নলকুপ শ্রমিকদের ক্যাম্প থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ক্যাম্পের ওই এলাকা থেকে মিয়ানমারের নাগরিক নুরুল বশর ও ইলিয়াসকে অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন