parbattanews

রোহিঙ্গাদের সহায়তার আহ্বান রোনালদোর

পার্বত্যনিউজ ডেস্ক:

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তা করার আহ্বান জানিয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে রোহিঙ্গাদের মানবিক সহায়তা বাংলাদেশে পালিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়া এক সন্তানকে কোলে নিয়ে তোলা ছবির পাশে নিজের ছবি পোস্ট করেন ৩৩ বছর বয়সী এই বিশ্বনন্দিত ফুটবল তারকা।

ছবির ক্যাপশনে ৫ বারের ব্যালন ডি অর জয়ী রোনালদো লেখেন, ‘একটাই পৃথিবী। যেখানে আমরা সবাই নিজের সন্তানদের ভালোবাসি। অনুগ্রহ করে রোহিঙ্গারে প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।’

মিয়ানমারের রাখাইন রাজ্যের সরকারি ও আধাসরকারি বাহিনীর নৃশংস অত্যাচার টিকতে না পেরে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৭ লাখ রোহিঙ্গা। যাদের মধ্যে প্রায় সাড়ে ৬ লাখেরও বেশি মানুষের জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন।

রোনালদো হচ্ছেন বিশ্বের র্শীষ ধনী ক্রীড়াবিদদের মধ্যে একজন। খেলাধুলার পাশপাশি তিনি বিভিন্ন ধরনের দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। যে কারণে তাকে বলা হয় চ্যারিটিবেল ক্রীড়াবিদ।

সূত্র: যুগান্তর

Exit mobile version