রোহিঙ্গাদের কলেরা জনিত ডায়রিয়া রোগ প্রতিরোধে আজ থেকে সাড়ে ৬ লাখ টিকা খাওয়ানো হবে

 

কক্সবাজার প্রতিনিধি:

মিয়ানমার থেকে আশ্রয়ের জন্য আসা রোহিঙ্গারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এসব রোহিঙ্গাদের অন্যান্য রোগের পাশাপাশি কলেরা জনিত ডায়রিয়া রোগ ও মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে সরকার  টিকা খাওয়ানোর সিদ্ধান্ত নেয়।

তাই কলেরা জনিত ডায়রিয়া রোগ ও মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত সাড়ে ৬ লাখ রোহিঙ্গাদের  টিকা খাওয়ানো হচ্ছে মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ৮টা থেকে।

গতকাল রাতে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. এএম মুজিবুল হক।

প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর প্রথম দফায় উখিয়ায় ১৫৫ টি ও টেকনাফে ৭টি কেন্দ্রে সাড়ে ৬ লাখ রোহিঙ্গাকে টিকা খাওয়ানো হবে। এরপর আগামী ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় ২ লাখ ৫০ হাজার রোহিঙ্গাদের টিকা খাওয়ানো হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, চট্টগ্রামের সিভিল সার্জন  ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, প্রফেসর ডা. বেনজির আহমদ ও ডা. তাজুল ইসলাম খান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন