Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রামু-কক্সবাজার ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে: সাংসদ কমল

ramu-pic-mp-komol-10-10

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, নৈতিক অধ:পতন ও অপরাধ কর্মকাণ্ড রোধ করে সুস্থ আগামী প্রজন্মের জন্য ক্রীড়া চর্চা সবচেয়ে বেশী প্রয়োজন। এ জন্য বর্তমান সরকার ক্রীড়া ক্ষেত্রে অতীতের চেয়ে বেশী ভূমিকা রাখছে। রামু উপজেলা একটি ক্রীড়া সমৃদ্ধ উপজেলা। এ জনপদের খেলোয়াড়রা জাতীয় ফুটবল দল সহ দেশের স্বনামখ্যাত দলগুলোতে সুনামের সাথে খেলছে। রামু-কক্সবাজার ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ক্রীড়াক্ষেত্রে সাফল্যের এ ধারাবাহিকতা ধরে রাখতে তিনি ছাত্র-যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। এখানকার খেলোয়াড়রা এখন জাতীয় ক্রিকেট দল এবং জাতীয় ফুটবল দলে খেলছে। এটা জেলাবাসীর জন্য গৌরবের।

সাংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল সোমবার বিকালে রামু উপজেলার রাজারকুল ফরেষ্ট অফিস মাঠে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী খেলায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সাংসদ কমল আরো বলেন, কেবল ক্রীড়া ক্ষেত্রে নয়, কক্সবাজার-রামুর সর্বত্র এখন উন্নয়নের জোয়ার চলছে। কক্সবাজার জেলার জন্য সম্প্রতি তিনটি সেতুর অনুমোদন দেয়া হয়েছে। যার মধ্যে একটি হবে রামুর রাজারকুল হয়ে কাউয়ারখোপ সড়কের মনিরঝিল সোনাইছড়ি সড়কে। এছাড়া খুনিয়াপালংয়ের গোয়ালিয়ায় বিধ্বস্ত সেতুর সংস্কার কাজ আগামী ১ মাসের মধ্যে শুরু হবে। তিনি বলেন, রাজারকুলে এতদিন কোন উন্নয়ন হয়নি। এতদিন ছিলো ফকিরের কুল, আর বর্তমানে স্বপ্নের রাজারকুল বাস্তবায়ন হতে চলছে। এখানে সেনানিবাস, বিজিবি ক্যাম্প, বোটানিক্যাল গার্ডেন, ক্যান্টনমেন্ট স্কুল হয়েছে। এখন সড়ক, সেতু সহ অবকাঠামোগতভাবে উন্নয়নের কাজ চলছে।

এরআগে দক্ষিণদ্বীপ ও শিকলঘাট একতা সংঘ আয়োজিত এ টূর্ণামেন্টের সমাপনী খেলায় দক্ষিণদ্বীপ কালু সওদাগর স্মৃতি সংসদ ১-০ গোলে প্রদীপ সেলুন একাদশকে পরাজিত করে। খেলার শুরুর ৮ মিনিটে বিজয়ী দলের ফারুক জয়সূচক গোলটি করেন।

সমাজসেবক আলহাজ্ব মির কাসেমের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার দক্ষিণ বন বিভাগরে সহকারি বন সংরক্ষক মো. সোহেল রানা, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, আওয়ামী লীগ নেতা ইউনুচ খান, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, বিশিষ্ট আইনজীবি রেজাউল করিম কাজল, রাজারকুল ইউনিয়ন পরিষদের সদস্য সাহাব উদ্দিন, ফতেখাঁরকুল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য জাফর আলম, সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক সোয়েব সাঈদ, রামু কলেজের প্রভাষক ফুটবলার জাহাঙ্গীর আলম, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি আবু বকর, রাজারকুল ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাশেকুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম জয়, কার্লোফার্মা লি. এর এরিয়া ম্যানেজার ডা. ওসমান গনি রানা, মাস্টার কায়ছারুল হক, শেভরন এর জেনারেল ম্যানেজার স্বদীপ শর্মা, রেঞ্জ সহকারি বেলায়েত হোসেন, সমাজসেবক শামসুল আলম প্রমূখ।

অনুষ্ঠানে সাংসদ কমল ফরেষ্ট অফিস মাঠ সংস্কার করে খেলার উপযোগি করার জন্য তিন লাখ টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। এছাড়াও তিনি টূর্ণামেন্ট রানারআপ হওয়া প্রদীপ সেলুন একাদশের মালিক প্রদীপকে সেরা ক্রীড়া সংগঠক হিসেবে তাৎক্ষনিক দশ হাজার টাকা অনুদান প্রদান করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে টূর্নামেন্ট আয়োজক দক্ষিণদ্বীপ ও শিকলঘাট একতা সংঘের সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক মহি উদ্দিন, অর্থ সম্পাদক নুরুল আলম সওদাগর, প্রচার সম্পাদক খোরশেদ আলম, ক্রীড়া সম্পাদক নুরুল ইসলাম, সংগঠনের সদস্য এনামুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

খেলায় রেফারি ছিলেন, মহি উদ্দিন। সহকারি ছিলেন সেলিম ও ইমরুল হাসান বাপ্পী। টূর্ণামেন্টে রামু উপজেলার ১৬টি ফুটবল দল অংশ নেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন