রামুর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রামু প্রতিনিধি:

রামুর নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে ‘উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত বিতর্কের বিষয় ছিলো ‘শুধুমাত্র শিক্ষার্থীরাই পারে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ করতে’। প্রতিযোগিতায় বিতর্কের পক্ষ দল জয়লাভ করে।

কক্সবাজার জেলার জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্পের আওতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। ইপসা সিভিক কনসোর্টিয়াম এর সহযোগিতায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বেসরকারি সংস্থা নোঙর।

প্রতিযোগিতায় মডারেটর ছিলেন, বিদ্যালয়ের শিক্ষক হারুন অর রশিদ। বিচারক ছিলেন, শিক্ষক মুফিদুল আলম, সরওয়ার কামাল ও এস বিকাশ শর্মা। বিতর্ক প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ছাড়াও আয়োজক নোঙর এর প্রকল্প ব্যবস্থাপক বিশ্বজিৎ ভৌমিক,  ফিল্ড ফ্যাসিলিটিটেটর মোহাম্মদ জুবাইদ বক্তব্য রাখেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, জঙ্গীবাদ, সহিংসতা বা সন্ত্রাসী কার্যক্রম সব ধর্মে নিষিদ্ধ। অথচ ধর্মের নামে অনেক বিভ্রান্ত হয়ে মানুষ হত্যাসহ বিভিন্ন প্রকার সহিংস কর্মকাণ্ড সংগঠিত করে আসছে। এসব কাজে প্রধান টার্গেট করা হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। এজন্য স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধে সচেতন হতে হবে। পাশাপাশি দেশবাসীকে এ ব্যাপারে সচেতন করার জন্য প্রচেষ্টা চালাতে হবে।

উল্লেখ্য, ইপসা সিভিক কনসোর্টিয়াম এর সহযোগিতায় রামু উপজেলায় জনগণের সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে উগ্রবাদ ও সহিংসতা প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন করছে বেসরকারি সংস্থা নোঙর।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন