রামুতে নিপীড়নকারী শিক্ষকের শাস্তির দাবীতে ছাত্র সমাবেশ

ramu pic 6 sep

রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামু উপজেলার সাতঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে যৌন নিপীড়ন বিরোধী ছাত্র সমাবেশ করেছে নিপীড়ন বিরোধী ছাত্র মঞ্চ।

রোববার দুপুরে উপজেলার চৌমুহনী চত্বরে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।

ছাত্র মঞ্চের সমন্বয়ক কামরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন সমস্বরের সভাপতি তানভির সরওয়ার রানা,
কক্স হিউম্যান রাইটস ফাউন্ডেশনের সভাপতি সুরেশ বড়ুয়া বাঙালি, চৌমুহনী বণিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ, যুবলীগ নেতা উত্তম মহাজন, ছাত্র ইউনিয়ন রামু উপজেলা সংসদের সভাপতি অর্পন বড়ুয়া ও উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন প্রমূখ।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা সাহাবুদ্দিন, ছাত্রনেতা রাজীব বড়ুয়া, ইমরান উদ্দিন রুবেল, ইয়াছমিন আকতার, জনি বড়ুয়া, ইফতেখার হোসেন ইয়ামন, মো. জুয়েল, রায়হানসহ অনেকেই।

সমাবেশে সংহতি প্রকাশ করে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, কোমলমতি শিশু নিকেতন, সাতঘরিয়া পাড়া এলাকাবাসীসহ বিভিন্ন সংগঠন। এছাড়াও এতে প্রায় পাঁচশতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, সাতঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যৌন নিপীড়নকারী প্রধান শিক্ষক নুরুল আবছারসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের কতিপয় শিক্ষকরা যৌন নিপীড়নসহ নানা অনিয়ম, দূর্নীতির সাথে জড়িত থাকলেও এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না উপজেলা শিক্ষা অফিসার। উপজেলা শিক্ষা অফিসার মো. ছালামত উল্লাহ জামায়াতপন্থী বলেও অভিযোগ করেন বক্তারা।

তাঁরা আরও বলেন সম্প্রতি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আবছার কর্তৃক যৌন নিপীড়নের শিকার হয় সাতঘরিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রী। এ ঘটনায় বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি। এতে অভিভাবক মহল উদ্বিঘ্ন হয়ে পড়েন। সভায় যৌন নিপীড়নকারী প্রধান শিক্ষক নুরুল আবছারকে আইনের আওতায় আনতে জোর দাবী জানানো হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন