রামুতে ইয়াবা, নগদ টাকা ও মোটর সাইকেলসহ দুই যুবককে আটক করেছে বিজিবি

ramu pic yaba BGB 10.05

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা এলাকা থেকে ই্য়াবাসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৯’শ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৪৪ হাজার ১০০ টাকা উদ্ধার  এবং তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে।

বুধবার রাত আটটার দিকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন, রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা টেইলা পাড়া এলাকার ছিদ্দিক আহমদের পুত্র মিজানুর রহমান (২৪) এবং একই এলাকার মৃত জাকির আহমদের পুত্র নুরুল আমিন (২২)।

রামু ৫০ বিজিবি’র পরিচালক লে.কর্ণেল গোলাম মোহাম্মদ তানভীর আলী জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল ফতেখাঁরকুল ইউনিয়নের চেরাংঘাটা এলাকায় নুরুল হকের স’মিলের সামনে থেকে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের ব্যবহৃত মোটর সাইকেলের ভেতর থেকে তল্লাশী চালিয়ে প্রায় ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৪৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। তবে মোটর সাইকেলের ভেতরে থাকায় প্রায় ৫০টির মতো ইয়াবা গুড়া হয়ে যায়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন