রামগড়ে ইউপিডিএফ’র সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বাঙ্গালি ছাত্র পরিষদের মানববন্ধন

রামগড় প্রতিনিধি:

বুধবার ইউপিডিএফ’র ডাকা অবরোধ চলাকালে খাগড়াছড়ির রামগড়ে অটোরিক্সায় গুলি, মানিকছড়িতে চালবাহি ট্রাক ভাংচুর, মাটিরাঙ্গায় মোটরসাইকেলে অগ্নি সংযোগ ও গুইমারায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে।

এসব ঘটনায় পুলিশসহ কমপক্ষে ৪জন আহত হয়েছে। ইউপিডিএফ’র কর্মীদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকালে রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ।

রামগড় পৌরসভার প্রাণ কেন্দ্র রামগড় জালিয়াপাড়া সড়কের পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বিক্ষোভ শেষে প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম, শিহাবুর রহমান ও রায়হান মিয়া প্রমুখ।

বক্তরা অটো রিক্সা চালক শরীফুলের ওপর গুলিবর্ষণকারী ইউপিডিএফ’র সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন