‘রাবিপ্রবি’তে স্নাতক সন্মান প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)  ২০১৮-২০১৯   শিক্ষা বর্ষের  ৪বছর মেয়াদী  ১ম বর্ষ স্নাতক সন্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭নভেম্বর) সকালে “এ” ও “বি” ইউনিটে ( ইঞ্জিনিয়ারিং ও বিবিএ প্রোগ্রাম) এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং শাহ বহুমুখী উচ্চবিদ্যালয়ে  দু’টি কেন্দ্র সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে১১টা পর্যন্ত  এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এ বছর “এ” ইউনিটে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে ৫০টি আসনের জন্য  ৮২৮জন এবং “বি” ইউনিটে ম্যানেজম্যান্ট বিভাগে ৫০টি আসনের জন্য ৩৩৭জন ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছেন। শুক্রবার সকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় “এ” ইউনিট থেকে ৫৭০জন শিক্ষার্থী এবং “বি” ইউনিট  থেকে ২৯২জন শিক্ষার্থী  ভর্তি পরীক্ষায় অংশ নেন।

ভর্তি পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি  ড. প্রদানেন্দু বিকাশ চাকমা  পরীক্ষার হল পরিদর্শন করেন এবং ভর্তি পরীক্ষা সুষ্ঠু ভাবে শেষ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী,  জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন