parbattanews bangladesh

রাত পোহালেই মানিকছড়ির নির্বাচিত জনপ্রতিনিধির শপথ

মানিকছড়ি প্রতিনিধি:

মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদে সম্প্রতি অনুষ্ঠিত ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিবেন।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়, খাগড়াছড়িতে চেয়ারম্যানকে এবং সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। জেলায় জেলা প্রশাসক এবং উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

যোগ্যাছোলা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ক্যয়জরী মহাজন (নৌকা) চেয়ারম্যান এবং ইউপি সদস্য হিসেবে ১নং ওয়ার্ডে সুমন কান্তি চাকমা (ফুটবল) ২৪১ ভোট, ২নং ওয়ার্ডে মো. নুরুল ইসলাম (টিউবওয়েল) ২৫২ ভোট, ৩নং ওয়ার্ডে মো. আবদুল হামিদ (তালা) ১৭৬ ভোট, ৪নং ওয়ার্ডে মো. আ: মতিন মিয়া (বৈদ্যুতিক পাখা) ১৪৮ ভোট, ৫নং ওয়ার্ডে মো. শাহালম মিয়া (মোরগ) ২৯৭ ভোট, ৭নং ওয়ার্ডে মো. ইদ্রিস মিয়া (ফুটবল) ৭৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়াও ৬নং ওয়ার্ডে মো. তৈয়ব আলী, ৮নং ওয়ার্ডে মো. আবদুল মতিন, ৯নং ওয়ার্ডে মো. জয়নাল আবেদীন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে ১,২ ও ৩নং ওয়ার্ডে ম্রাসাইন্দা মারমা ও ৬নং ওয়ার্ডে মোসা: শাহিনা আক্তার, ৭,৮ ও ৯নং ওয়ার্ডে বুদু লক্ষী ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য যে, ২০১৬ সালে উপজেলার ৪টি ইউনিয়নে এক যোগে নির্বাচনের তফশীল ঘোষণা হলেও সীমানা বিরোধ সংক্রান্ত জনৈক ব্যক্তির মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে প্রচারণার শেষ মূর্হুতে এসে উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। দীর্ঘ সময় পর মামলা নিস্পত্তি হওয়ায় গত ১০জুন নির্বাচনী তফশীল ঘোষণা করেন নির্বাচন কমিশন। যার ফলে গত ২৪ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়।