parbattanews

রাজস্থলীতে হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে সেনাবাহিনীর অনুদান  মাঝে সেনাবাহিনীর অনুদান বিতরণ

 

রাজস্থলী প্রতিনিধি:

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন বাংলাদেশ সেনাবাহিনীর মুলমন্ত্র এর ধারাবাহিকতায় গতকাল রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের রাজস্থলী শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গনে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের অসহায় হত দরিদ্র দুস্থদের মাঝে নগদ অনুদান বিতরণ করেন রাজস্থলী সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. জামাল হোসেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সার্জেন্ট এনায়েত হোসেন, রাজস্থলী থানা এএসআই (নিরস্ত্র) মো. শামীম আল মামুন, রাজস্থলী প্রেসক্লাব সভাপতি আজগর আলী খান, মন্দির কমিটির সদস্য ধনরাম কর্মকার, রতন সেন, দীপক চৌধুরী, সঞ্জীত চেীধুরী সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ওয়ারেন্ট অফিসার জামাল হোসেন বলেন, শারদীয়া দূর্গোৎসব পালনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের দুস্থদের মাঝে কাপ্তাই ৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মাহমুদ হাসান (পিএসসি) মহোদয়ের নির্দেশনায় এই অনুদান বিতরণ করা হয়েছে। সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, শিক্ষা, সাংস্কৃতিক ও চিকিৎসা সেবায় বিশেষ অবদান রেখেছেন। সম্প্রতি রাজস্থলী সদর হাসপাতালে প্রতিমাস অন্তর অন্তর ধাত্রী বিদ্যা প্রশিক্ষণ দিয়ে আসছেন।

প্রশিক্ষণার্থী  রওশন আরা বেগম বলেন, সেনা বাহিনীর এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করে দুর্গম পার্বত্য অঞ্চলের খেটে খাওয়া দুস্থ নারীদের সন্তান প্রসবে অগ্রনী ভূমিকা রাখি।

 

Exit mobile version