parbattanews

রাজস্থলীতে সেনা অভিযানে ১০ লক্ষ টাকার অবৈধ কাঠ জব্দ

রাজস্থলী প্রতিনিধি:

রাজস্থলী উপজেলায় সম্প্রতি কাঠ পাচার অব্যাহত থাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে ১০ লক্ষ টাকার অবৈধ সেগুন ও বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে।

রাজস্থলী আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমানের নেতৃত্বে কাঠগুলো জব্দ করতে সক্ষম হয়।

সম্প্রতি রাজস্থলীর কিছু অসাধু ববসায়ী নিজস্ব জোত পারমিটের কাঠ সংগ্রহ করে সাপোটিং কাজে ব্যবহারের জন্য কাঠগুলো জোত পারমিটে অন্তর্ভুক্ত করতে গেলে সেনাবাহিনীর নজরে পড়ে। তাৎক্ষণিক সেনাবাহিনী ট্রাকভর্তি কাঠগুলো জব্দ করে স্থানীয় রাজস্থলী সদর রেঞ্জকে জমা দেন বলে জানা গেছে।

রাজস্থলী সদর রেঞ্জ কর্মকর্তা জানান, ওই কাঠগুলো রাইখালী রেঞ্জের আওতায় জোত পারমিট করার পরও হেমার ও শীলবিহীন থাকায় কাঠগুলো অবৈধ হওয়াতে জব্দ করে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

কাঠ পাচারকারীদের প্রতিহত করতে সেনাবাহিনী ও বনবিভাগের একযোগে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Exit mobile version