রাঙ্গামাটিতে বিভিন্ন সড়কে ভ্রাম্যমান আদালত ২দিনে ২০জনকে অর্থদন্ড

রাঙ্গামাটি প্রতিনিধি:

দুইদিনে রাঙ্গামাটি শহরের বিভিন্ন সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনের বিভিন্ন ধারায় বিশ জনকে আটক করে ৭ হাজার ৩শত টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার সকালে রাঙ্গামাটির বনরূপা, ভেদভেদী চেকপোষ্ট এবং মানিকছড়ি এলাকার সড়কে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ সিরাজুল ইসলাম ও পল্লব হোম দাসসহ বিআরটিএ’র মোটরযান পরিদর্শকও জেলা প্রশাসনের পেশকার মোঃ নজরুল ইসলাম এবং রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যগণ উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা প্রদান করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মোঃ সিরাজুল ইসলাম বলেন, সড়কে যাতে করে আর দূর্ঘটনা না ঘটে এবং সড়কে যাতে ফিটনেন্স বিহীন গাড়ি ও ড্রাইভিং লাইসেন্স ও কাগজপত্র ছাড়া রাস্তায় চলাচল করতে না পারে এই জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন