Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

রাঙামাটি মারী স্টেডিয়ামে উশৃঙ্খল জনতার হামলা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি:

রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে একদল উশৃঙ্খল জনতা হামলা চালিয়েছে। বুধবার (৭নভেম্বর) সন্ধ্যায় স্টেডিয়াম পাশ্ববর্তী হাসপাতাল এলাকার কিছু উশৃঙ্খল জনতা এ হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান- বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় মুখোমুখি হয় রাইজিং স্টার ক্লাব বনাম উইন স্টার ক্লাব।  নির্ধারিত সময়ের মধ্যে উভয়পক্ষের খেলা ১-১ গোলে  ড্র হয়।

ওইদিন খেলা শেষে সন্ধ্যায় স্টেডিয়ামে উপস্থিত কিছু উশৃঙ্খল জনতা হঠাৎ করে  ইট-পাটকেল ছুড়ে অতর্কিত ভাবে ক্রীড়া ভবনে হামলা চালায়। এসময় তাদের অতর্কিত হামলায় ক্রীড়া ভবনের বেশকিছু জানালার গ্লাস ভাংচুর, জাতীয় ফুটবল দলের সাবেক সদস্য প্রদীপ বড়ুয়া, ক্রীড়া সংগঠক দীপংকর খীসা এবং ক্রীড়া সাংবাদিক দীপ্ত হান্নান’র মোটরবাইক হামলার শিকার হয়। তবে খেলোয়াড় এবং ক্রীড়া কর্মীরা নিরাপত্তা স্থানে অবস্থান নেওয়ায় কেউ আহত হয়নি।

সূত্রটি আরও জানায়- এ হামলার নেতৃত্ব প্রদান করে জেলা ক্রিকেট টিমের অনুর্দ্ধ ১৮ দলের সদস্য মো. সাইফুল এবং অনুর্দ্ধ ১৬ দলের সদস্য মো. রণি।

ঘটনার পর থেকে ক্রীড়া সংগঠকরা  এ হামলার তীব্র প্রতিক্রিয়া জানান এবং এ ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জেলা ক্রীড়া সংস্থাকে অবহিত করেন।

এ বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম জানান, ঘটনাটি ন্যাক্কারজনক। কারা এ হামলা চালিয়েছে এখনো জানতে পারিনি। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন