রাঙামাটি জেলা প্রশাসনের গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি:

রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭নভেম্বর) সকালে প্রশাসনের মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়। ওইদিন শুনানি পরিচালনা করেন- জেলা প্রশাসক (ডিসি) একেএম মামুনুর রশীদ।

এবারের শুনানিতে ২০টি আবেদন জমা পড়ে। বুধবার সকালে ডিসি মামুন এসব আবেদনে সাড়া দিয়ে আবেদনকারীদের নানা সমস্যা এবং অভিযোগের কথা মন দিয়ে শুনেন। ভুক্তভোগীদের সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন এবং এ সকল সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে  বলে জানান ডিসি।

এদিকে গণশুনানির দিনে ডিসি মামুন পাঁচজন ছাত্রকে আর্থিক এবং পাঠ্যপুস্তক দিয়ে সহায়তা করেন। এদের মধ্যে দু’জন ছাত্রকে বই এবং তিনজন ছাত্রকে পরিক্ষায় ফরম পূরণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন