parbattanews

রাঙামাটির সাজেকে প্রতিপক্ষের গুলিতে ৩ ইউপিডিএফ কর্মী নিহত

নিজস্ব প্রতিনিধি:
রাঙামাটি জেলার সাজেকে প্রতিপক্ষের গুলিতে তিন ইউপিডিএফ কর্মী নিহত হয়েছে। সোমবার ভোর ৫ টায় সাজেক থানার করল্যাছড়িতে এ ঘটনা ঘটে। নিহতদের নাম হচ্ছে, সুগোরচোগা চাকমা ওরফে স্মৃতি (৫০), ঝগড়াবিলের অতল চাকমা (৩০) ও সঞ্জীব চাকমা (৩০)।

এ সময় কানন চাকমা নামে আরো একজন গুরুতর আহত হয়েছে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের বাঘাইছড়ি ও সাজেক ইউনিটের পরিচালক জুয়েল চাকমা পার্বত্যনিউজকে এ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন।

ইউপিডিএফ প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা জানিয়েছেন, ভোরে জেএসএস (সংস্কার) ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর একদল সশস্ত্র ক্যাডার একটি বাসায় একসাথে থাকা আমাদের কর্মীদের উপর হামলা চালিয়ে গুলি করে তিনজনকে হত্যা করেছে।

বাঘাইছড়ির সাজেক থানার অফিসার ইনচার্জ নুরুল আনোয়ারও ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সোমবার ভোরে করল্যাছড়ি এলাকায় দু’টি আঞ্চলিক দলের গুলাগুলিতে নিহত তিনজনকে উদ্ধার করা হয়েছে এবং তাদের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তবে এ ঘটনার সাথে নিজেদের জড়ির থাকার কথা অস্বীকার করেছে ইউপিডিএফ গণতান্ত্রিকের মুখপাত্র মিটন চাকমা।

Exit mobile version