জুড়াছড়িতে ডায়রিয়ায় ৪০শিশু আক্রান্ত, নিহত- ১

স্টাফ রিপোর্টার:

রাঙামাটি জুরাছড়ি উপজেলায় হঠাৎ ডায়রিয়ায় অন্তত ৪০ শিশু আক্রান্ত ও এক জনের মৃত্যু হয়েছে। নিহতের শিশুর নাম প্রমিতা চাকমা (১)। সে দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামের মধুরঞ্জন চাকমার কন্যা সন্তান। শনিবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামে এঘটনা ঘটে।

স্থানীয় এলাকাবাসী ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা গেছে, রাঙামাটি জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের বরকলক গ্রামে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার পর্যন্ত ৩০ পরিবারের অন্তত ৪০ জন শিশু আক্রান্ত হয়েছে। এ সময় ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মধুরঞ্জন চাকমার কন্যা সন্তান প্রমিতা চাকমার মৃতু হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়া জুরাছড়ি উপজেলার বরকলক, স্কুল পাড়া, কান্দিরা, বাপছড়া, গাছতলী পাড়াসহ বেশ কয়েকটি গ্রামে ডায়রিয়া আক্রন্ত রোগির খবর পাওয়া যায়।

জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরুন কান্তি চাকমা জানান, গত তিনদিন ধরেই উপজেলার বেশ কয়েকটি গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এ রোগে এক শিশু মৃত্যুও হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় সহজে সেসব গ্রামে চিকিৎসা সেবা পৌছানো যাচ্ছেনা। তবে পাশ্ববর্তী উপজেলা বিলাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর হয়েছে বেশ কয়েজন রোগিকে।

রাঙামাটি জেলা সিভিল সার্জেন ডা. স্নেহ কান্তি চাকমা এ ঘটনার সত্যতা স্বীকার জানান, শুনেছি দুর্গম জুরাছড়ি উপজেলার দুমদুমিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে ডায়রিয়া রোগের প্রকোপ দেখা দিয়েছে। গ্রামগুলো দুর্গম তাই সহজে সব তথ্য পাওয়া যাচ্ছে না। তবে মেডিকেল টিমের মাধ্যমে ওই সবগ্রামে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা জানান, ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃতু হয়েছে। বর্তমানে আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আর কোন রোগির মৃত্যু হয়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আক্রান্ত, জুড়াছড়িতে, ডায়রিয়ায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন