রাঙামাটিতে সকাল-সন্ধ্যা হরতালের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

PBCP news pic copy

রাঙামাটি প্রতিনিধি:

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যার আনুপাতিক হারে ভর্তি ও চাকুরী ক্ষেতে বাঙালি কোটা চালু করার দাবিতে ৬ মার্চ সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ নামে একটি আঞ্চলিক সংগঠন।

তাই রবিবার বিকেলে হরতাল কর্মসূচি পালনের লক্ষে বিক্ষোভ মিছিল করেছে এ আঞ্চলিক বাঙ্গালী সংগঠনটি। বিক্ষোভ মিছিলটি সংগঠনের নিজ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের বনরুপায় এসে মিলিত হয়। পরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভ সমাবেশে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, এবং ছাত্রনেতা রাসেলসহ বিভিন্ন স্তরে নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আমরা বাঙালিদের অধিকার আদায়ের লক্ষে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করবো। তাই আমরা পার্বত্যাঞ্চলের বসবাসরত সকল জনগোষ্ঠী এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন