রাঙামাটিতে আদিবাসী দিবসের বিরুদ্ধে লিফলেট বিতরণ করলো বাঙ্গালী ছাত্র পরিষদ

রাঙামাটি প্রতিনিধি:

বাংলাদেশে কোনো আদিবাসী নাই রাষ্ট্র কর্তৃক এমন ঘোষণা দেওয়ার পরেও ৯ই আগস্ট তথাকথিত আদিবাসী দিবস পালন করার প্রতিবাদে আট দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের নেতাকর্মীরা।

শুক্রবার বিকেলে সংগঠনটির জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে শহরের অন্যতম প্রধান বানিজ্যিক কেন্দ্র বনরূপা বাজারের বিপনী বিতানগুলোতে ব্যবসায়ি ও ক্রেতাসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরন করে বাঙ্গালী ছাত্রপরিষদের নেতাকর্মীরা।

এ সময় অন্যান্যের মধ্যে পিবিসিপির জেলা প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মোমিন, জেলার ছাত্রী বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার মোহনা, রাঙমাটি জেলা যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল মান্নান, সরকারি কলেজ সাংগঠনিক সম্পাদক জোনায়েদ হোসাইন, রবিউল ইসলাম, ঝরনা আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিতরণকৃত লিফলেট এর উল্লেখিত দাবিগুলো হলো :

(১) উপজাতীয়রা নয়, বাঙ্গালীরাই পার্বত্য চট্টগ্রামের আদিবাসী।

(২) উপজাতীয়দের আদিবাসী স্বীকৃতি প্রদান করলে পার্বত্য চট্রগ্রাম আলাদা রাষ্ট্রে পরিণত হবে।

(৩) পার্বত্য চট্টগ্রামকে নিয়ে পৃথক রাষ্ট্র গঠনের পাঁয়তারা করুন।

(৪) পার্বত্য চট্টগ্রামকে পূর্ব তিমুর বা দক্ষিণ সুদান বানানোর ষড়যন্ত্র রুখে দিন।

(৫) উপজাতী এবং বাঙ্গালীদের বিভাজন কল্পিত আদিবাসী ইস্যু সৃষ্টিকারীদের চিহ্নিত করুন।

(৬) আদিবাসী ইস্যুতে তথাকথিত বুদ্ধিজীবীদদের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান কেন? দেশপ্রেমিক নাগরিকগণ জানতে চায়।

(৭)পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিশন বাতিল করুন।

(৮) পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দেশী-বিদেশী সংস্থার ষড়যন্ত্র প্রতিরোধ করার এখনই সময়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন