যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই দেশ ছাড়লেন বদি

ডেস্ক নিউজ:
যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ওমরা পালনের উদ্দেশ্যে সৌদ আরব গিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি। আজ শুক্রবার ভোর চারটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

বিষয়টি আমাদের সময়কে নিশ্চিত করেছেন বদির ব্যক্তিগত সহকারী হেলাল।

এদিকে মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশত্যাগ করে সৌদি আরবে গমনকে কৌশল হিসেবে মনে করছেন অনেকে। অভিযান থেকে বাঁচতেই বদি ওমরায় চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি জানান, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য। তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন।

বদি আরও জানান, রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন শেষ আগামী ১৭ জুন দেশে ফিরবেন তিনি।
সূত্র: আমাদের সময়

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন