মাদকের বিরুদ্ধে সকলকে জেগে ওঠতে হবে

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের-বিজিবির পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, পিএসসি বলেছেন, মাদকের বিরুদ্ধে সকলকে জেগে ওঠতে হবে। মাদকের সঙ্গে জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই কেউ হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে থেকে পলাশপুর জোন এলাকার প্রতিটি ঘর হবে মাদকমুক্ত। আমরা কোথাও মাদকের ভয়াবহতা দেখতে চাইনা।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে বুধবার বেলা ১০টার দিকে পলাশপুর জোন সদর সংলগ্ন খেদাছড়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাটিরাঙ্গার সামাজিক সংগঠন বন্ধু জনিয়র এ ছাত্র সমাবেশ আয়োজনে সহযোগিতা করে।

এ সময় মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো. এমরান হোসেন, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. রহমত উল্যাহ বক্তব্য রাখেন। খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন, খেদাছড়া হিফ্লাওয়ার বর্ডার গার্ড বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন  এসময় উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গার সামাজিক সংগঠন বন্ধু জনিয়র সহযোগিতায় অনুষ্ঠিত ছাত্র সমাবেশ পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ, পিএসসি মাদকের বিরুদ্ধে বিজিবি জওয়ানদের আরো কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, বিজিবি বা কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মুল সম্ভব নয়। এজন্য অভিভাবক থেকে শুরু করে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে।

এর পরে খেদাছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিজিবি জওয়ানদের অংশগ্রহণে এক মাদক বিরোধী র‌্যালি খেদাছড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে খেদাছড়া বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন