মাটিরাঙ্গা ভ্রাম্যমান আদালত ১৪টি যানবাহন ও চালকদের বিরুদ্ধে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

মাটিরাঙ্গায় মহাড়কের দুই পাশে অবৈধভাবে গাড়ী পার্কিং বেপরোয়া চলাচল ও ড্রাইভিং লাইসেন্স বিহীণ গাড়ী চালানোর অপরাধে ১৪টি যানবাহনে ও চালকদের জরিমানা করেছে ভ্রাম্যমান আলাদত।

রোববার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙ্গা বাজার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের মাটিরাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী।

ভ্রাম্যমান আদালতের মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী বলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এই ভ্রাম্যমান আলাদত পরিচালনা করা হয়েছে। মাটিরাঙ্গায় মহাসড়কের দুই পাশে অবৈধ গাড়ী পার্কিং বেপরোয়া চলাচল ও ড্রাইভিং লাইসেন্স বিহীণ গাড়ী চালানোর অপরাধে ১৪টি যানবাহনে ও চালকদের মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ আইনে মতে বিভিন্ন ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে ৪টি সিএনজি, ২ ট্রাকের, ৮টি মটরসাইকেল ছিলো । এসময় উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো: জয়নাল আবেদীন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন