মাটিরাঙ্গা উপজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, মাটিরাঙ্গা:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রথম বারের মতো আয়োজিত ‘মাটিরাঙ্গা উপজেলা ফুটবল টুর্নামেন্টে’র উদ্বোধন করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

শনিবার(১১ নভেম্বর) বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। দুর্গম পাহাড়ি জনপদে ফুটবলের ঐতিহ্যকে ছড়িয়ে দিতে মাটিরাঙ্গা উপজেলা সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।

মাটিরাঙ্গা উপজেলা সংস্থা’র সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. শামশের উদ্দীন পিএসসি ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মাটিরাঙ্গা উপজেলায় প্রথম বারের মতো ইউনিয়ন ও পৌরসভার সমন্বয়ে ‘মাটিরাঙ্গা উপজেলা ফুটবল টুর্নামেন্ট’র আয়োজনের জন্য উপজেলা ক্রীড়া সংস্থার প্রশংসা করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ফুটবল আমাদের প্রাণের খেলা। ফুটবলসহ ক্রীড়া চর্চার মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তিনি যুব সমাজকে আমাদের আগামী দিনের রাষ্ট্র নায়ক মন্তব্য করে বলেন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

এর আগে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা। পরে আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে ‘মাটিরাঙ্গা উপজেলা ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী মাটিরাঙ্গা পৌরসভা একাদশ ও আমতলী ইউনিয়ন একাদশের খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে খাগড়াছড়ি মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রইচ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল হক, মাটিরাঙ্গা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, খাগড়াছড়ি জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কেএম ইসমাইল, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, আমতলী ইউপি চেয়ারম্যান মো. আবদুল গনি ও গোমতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন লিটন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন