মাটিরাঙ্গায় রোববার দিনব্যাপী ‘বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির’

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পাশাপাশি মাটিরাঙ্গা সেনা জোন দ্বিতীয়বারের মতো আযোজন করেছে দিনব্যাপী ‘বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির’। মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮টা থেকে শুরু হয়ে এ চিকিৎসা শিবির চলবে বিকাল ৪টা পর্যন্ত।

রোববার(২০জানুয়ারি) সকাল ৮টার দিকে বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতি, কুমিল্লার সহযোগিতায় অনুষ্ঠিত দিনব্যাপী ‘বিনামুল্যে চক্ষু চিকিৎসা শিবির’ উদ্বোধন করবেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল কাজী মো. শামশের উদ্দিন পিএসসি-জি।

চক্ষু শিবিরে সব বয়সের চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেয়া ছাড়াও অপারেশন যোগ্য রোগীদের বাংলাদেশ জাতীয় অন্ধকল্যান সমিতির গাড়িতে করে কুমিল্লায় নিয়ে গিয়ে অপারেশন করা হবে বলেও মাটিরাঙ্গা সেনা জোন সূত্রে জানা গেছে। এছাড়ও সকল রোগীদের বিনামুল্যে ঔষধ সরবরাহ করা হবে বলেও সূত্রটি জানিয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন