মাটিরাঙ্গায় প্রতিপক্ষের হামলায় তিন ছাত্রলীগ নেতা আহত

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের হামলায় তিন ছাত্রলীগ নেতা আহত হয়েছেন। বুধবান(২৭ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে মাটিরাঙ্গা পৌর সদরের সোনালী ব্যাংক সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের উপ-সম্পাদক মো. আবদুর রাজ্জাক, মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক রুমেন বড়ুয়া ও মাটিরাঙ্গা কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পান্থ ঘরজা। আহতদের মধ্যে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের উপ-সম্পাদক মো. আবদুর রাজ্জাক-কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার বিকালের দিকে সোনালী ব্যাংক সংলগ্ন দলীয় কার্যালয়ে জড়ো হয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এসময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দলীয় অফিসে অবস্থান করছিলেন। এক পর্যায়ে নেতৃবৃন্দ দলীয় অফিস ত্যাগ করলে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল ও সাংগঠনিক সম্পাদক মো. পারভেজ হোসেন এর নেতৃত্বে ১৫/২০জন দলীয় কার্যালয়ের সামনে অবস্থানরত ছাত্রলীগ নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা করে। ঘটনার পরপরই মাটিরাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ হামলার ঘটনায় মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের উপ-সম্পাদক মো. আবদুর রাজ্জাকের মাথা ফেটে যায়। এসময় দলীয় নেতৃবৃন্দ রক্তাক্ত মো. আবদুর রাজ্জাকসহ আহতদেরকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরতর আহত মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের উপ-সম্পাদক মো. আবদুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ হামলার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে এখনো কোন মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন