মাটিরাঙ্গায় অবৈধ কাঠ আটক

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় অবৈধ উপায়ে পাচারের সময় মুল্যবান কাঠ আটক করেছে মাটিরাঙ্গা সেনা জোনের জওয়ানরা। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে দীঘিনালা থেকে ছেড়ে আসা অবৈধ কাঠ বোঝাই ট্রাকটি মাটিরাঙ্গা জোন সদরের সামনে আসলে অবৈধ কাঠ বোঝাই ট্রাক  (নং-ঢাকামেট্টো-ট-১৬-৩২৬২) আটক করে। পরে অবৈধ কাঠ বোঝাই ট্রাকটি মাটিরাঙ্গা বনবিভাগে গাড়িটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, খাগড়াছড়ির দীঘিনালা থেকে ছেড়ে আসা অবৈধ কাঠ বোঝাই ট্রাকটি আটকের পর টিপির বাইরে ১০০ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমুল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ১৯৭২ সালের বন আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন