মহেশখালীতে অস্ত্র কারখানার সন্ধান, বিপুল পরিমাণ অস্ত্র-গুলিসহ আটক ২

 

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সন্ত্রাসপ্রবণ কালারমারছড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ে এক অস্ত্র কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২০টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার মধ্যরাতে (২২ জুলাই) অভিযান চালিয়ে মো. আবদুল হাকিম (৩৮) ও মো. শহিদ উল্লাহ (৩১) নামের দুইজন অস্ত্র তৈরির কারিগরকেও আটক করে র‍্যাব।

র‌্যাব-৭ কক্সবাজার কোম্পানি অধিনায়ক মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

কমান্ডার মেহেদি হাসান জানান, সন্ত্রাসীদের ধরতে শনিবার সন্ধ্যা থেকে তাঁরা মহেশখালীর দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান শুরু করেন। রাত ৮টার দিকে হাকিম ও শহীদুল্লাহ নামের দুই ব্যক্তিকে আটক করা হয়। কালারমারছড়ার দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানা থাকার তথ্য দেন তারা। সেখানে র‍্যাব অভিযানে যায়। অভিযানের একপর্যায়ে সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। অস্ত্রের কারখানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন