মহালছড়িতে জিয়াউর রহমানের সাহাদাত বার্ষিকী পালিত

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৫তম সাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে বিএনপি‘র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৮১সালের ৩০মে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি নিমর্ম ভাবে খুন হন। সে থেকে বিএনপি দিনটিকে জিয়াউর রহমানের সাহাদাত বার্ষিকী হিসেবে পালন করছে।

দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, জিয়াউর রহমানের প্রতকৃতিতে পুষ্ফমাল্য দান, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। দলীয় এই কর্মসূচিতে উপজেলার বিএনপি এবং তাদের সকল সহযোগী সংগঠন সমূহের নেতান ও কর্মীরা অংশ গ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন