মহালছড়ি উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

10

মহালছড়ি প্রতিনিধি:

বিজয়ের ঊষালগ্নে মহান বিজয়ের ঠিক দু’দিন আগে হানাদার বাহিনীর দোষরদের ষড়যন্ত্রের কারণে ৭১-এর এ  দিনে দেশের খ্যাতিমান বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গিয়ে নিমর্মভাবে হত্যা করেছিল হানাদার বাহিনী। এটি ছিল বাঙ্গালী জাতিকে মেধাশুনা করার অপকৌশল। এ নির্মমতার শোকাবহদিনটি দেশবাসী স্বশ্রদ্ধ ও বিনম্রচিত্তে স্মরণ করেন। তারই অংশ হিসেবে মহালছড়ি উপজেলা প্রশাসন শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী অফিসার ইলিয়াস মিয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ও গুরুত্ব সংক্রান্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, থানার ওসি সেমায়ুন কবির চৌধুরী প্রমূখ।

এ আলোচনা সভায় এলাকার জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন