মহালছড়িতে নমুণা শষ্য কর্তন উদ্বোধন

pic-3-copy

মহালছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির মহালছড়িতে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে আউশ প্রনোদণা ২০১৬’এর আওতায় নমুণা শষ্য কর্তন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় চৌংড়াছড়ি ব্লকে উদ্বোধন করেছেন, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো: ইলিয়াছ মিয়া।

এতে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য্য, মহালছড়ি উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: কাজী মনির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ক্যাচিং মিং চৌধুরী, মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল।এ ছাড়াও সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কর্মকর্তা তৃপ্তিকর চাকমা ও উপজেলার অন্যান্য ব্লকের উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ।

জানা যায়, বাংলাদেশ সরকার এ দেশের কৃষকদের উচ্চ ফলনশীল ফসল  উৎপাদনের জন্য পরীক্ষমূলক ভাবে আউশ মৌসুমের জন্য ‘নেরিকা মিউটেন্ট’ নামের এ ধান শষ্যটি মহালছড়ি উপজেলার ১শ জন কৃষক চাষাবাদ করেন। মহালছড়ির চৌংড়াছড়ির গ্রামের কৃষক হলাঅংসু মারমা এ ধান চাষ করে প্রতি হেক্টরে   ৪.৭ মে: টন উৎপাদন হয়েছে বলে দাবী করেন। স্থানীয় কয়েকজন কৃষক মনে করেন এ শষ্যটি চাষাবাদ করলে কৃষকেরা অবশ্যই লাভবান হবে।

মহালছড়ি উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কাজী মনির উদ্দিন বলেন, এ ধানের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, নেরিকা মিউটেন্ট নামের এ ধানটি খরা সহনশীল, কান্ড শক্তের কারনে সহজে মাটিতে বিছিয়ে পড়েনা ও ৯০ থেকে ১ শ দিনের মধ্যে অর্থাৎ অতি কম সময়ে ফসল উৎপাদন করা যায়। তিনি আরো বলেন, যদিও এ ধানটি আউশ মৌসুমের জন্য হলেও বছরে সকল মৌসুমে চাষাবাদ করা যেতে পারে। এ সময় সকল কৃষককে এ ধানটির বিষয়ে সচেতন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন