ভাষা, ধর্ম ভিন্ন হতে পারে, তবে আমরা সবাই এক দেশের মানুষ: কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

নিজস্ব প্রতিনিধি, মহালছড়ি:

পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের মানুষের ভাষা, ধর্ম ভিন্ন হতে পারে, তবে আমরা সবাই এক দেশের মানুষ।

রবিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টায় মহালছড়ি টাউন হলে আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির সাংসদ ও ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি এ কথা বলেন।

শোকসভায় মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদ্দিন এর সঞ্চালনায় মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি নিলোৎফল খীসার সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

শোক সভায় প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশের বিভিন্ন ভাষাভাষী ও বিভিন্ন ধর্মাবলম্বী থাকতে পারে, কিন্তু আমরা আলাদা নই, আমরা সবাই মানুষ। অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে স্বাধীন বাংলার স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশকে স্বাধীন করে সোনার দেশ গড়ার। স্বপ্ন পূরণ করতে সেই সময়টুকু দেয়নি স্বাধীনতা বিরোধী জাতীয় শত্রুরা। বঙ্গবন্ধুর মানসকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি মো: শানে আলম, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এডভোকেট আশুতোষ চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডভোকেট সুপাল চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্যা শতরূপা চাকমা, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রইস উদ্দিন প্রমূখ।

এতে আরো বক্তব্য রাখেন মহালছড়ি উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক রতন কুমার শীল, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ নুরে আলম ফকির, মহালছড়ি উপজেলা ছাত্রলীগ এর সভাপতি জিয়াউর রহমান জিয়া, যুবলীগ এর সাধারণ সম্পাদক রেজাউল হক, মহালছড়ি উপজেলা সেচ্ছাসেবকলীগ এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। শোক সভার শুরুর আগে মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা ছাত্রলীগ পৃথক পৃথক ভাবে শোক র‌্যালী বের করেন।

আলোচনার আগে প্রধান অতিথি মহালছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে সোলার প্যানেল বিতরণ উদ্বোধন ও মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাউল বিতরন উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন