ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী পালন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রথম পুনর্মিলনী। গত ২৩ ডিসেম্বর খাগড়াছড়ি  সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ পুনর্মিলনী পালিত হয়।

সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের  ১ম পুনর্মিলনী উৎসবের উদ্বোধন করেন।

র‌্যালি শেষে উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. সুধীন কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি চুক্তি করে পাহাড়ে যুদ্ধাবস্থা পরিস্থিতি অবসান ঘাটিয়েছে। পার্বত্য চট্টগ্রাম এখন শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা এ অঞ্চলে উন্নয়ন অগ্রগতিকে এগিয়ে নিতে হবে।

শিক্ষামন্ত্রী নুরুল  ইসলাম নাহিদ বলেনে, বর্তমান সরকারের আমলে সারাদেশের মতো খাগড়াছড়িতেও স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন ভবন নির্মাণসহ ব্যাপক উন্নয়ন কাজ করছে। পার্বত্য চট্টগ্রাম সরকারের দৃষ্টির আড়ালে নয় বরং দৃষ্টির সীমানাতেই রয়েছে। সরকারের ডিকশনারিতে পশ্চাদপদ বলতে কোনো শব্দ নেই। সরকার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে পাহাড়, হাওর-বাঁওড় ও নদীভাঙন এলাকায় কাজ করছে। শিক্ষামন্ত্রী বলেন, একসময় সারাদেশের শুধুমাত্র জেলা শহরগুলোতে একটি করে পরীক্ষা কেন্দ্র ছিল। এখন প্রতিটি উপজেলায় একাধিক পরীক্ষা কেন্দ্র রয়েছে। এটা শিক্ষাক্ষেত্রে সরকারের সাফল্যেরই অংশ।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায় উল্লেখ করে বলেন, সেই অধ্যায়ের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ বাস্তবায়নে পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং শীঘ্রই খাগড়াছড়িতে প্রধানমন্ত্রীর  শেখ হাসিনার নামে একটি অডিটরিয়াম নির্মাণ ঘোষণা দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে  শেখ হাসিনার নামে আগামী অর্থ বছরে এ অডিটরিয়ামটি নির্মাণ করা হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাহাড়ে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের জোয়ার বইয়ে দিচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী ঐতিহ্যবাহী খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং বঙ্গবন্ধু কন্যা  শেখ হাসিনার নামে অডিটরিয়াম নির্মাণের দাবি তোলেন। এ দাবির পর পরই পার্বত্য প্রতিমন্ত্রী  বীর বাহাদুর উশৈসিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে অডিটরিয়াম নির্মাণের ঘোষণা দিলে আনন্দ উল্লাসে মেতে উঠে পুরো মাঠ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, সদর জোন কমান্ডার জি এম সোহাগ, জেলা প্রশাসক রাশেদুল ইসলাম ও পুলিশ সুপার আলী আহমেদ খানসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব শীলা তালুকদার ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আইসিডিপি’র অতিরিক্ত পরিচালক জানে আলম। রাতে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় দর্শকদের মাতান আইয়ুব বাচ্চুসহ স্থানীয় শিল্পীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন