parbattanews bangladesh

বিলাইছড়িতে মসজিদের দেয়াল ধসে আহত-১

নিজস্ব প্রতিনিধি:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সদরে বিলাইছড়ি জামে মসজিদের দেয়াল ধসে সামসুল আলম (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে।

বুধবার (২১মার্চ) দুপুরে এ দেয়াল ধসের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে মসজিদের পুরনো দেয়াল ধসে পড়লে ঘরের ভিতর থাকা সামসুল আলম দেয়াল চাপা পড়ে।

তিনি এসময় গুরুতর আহত হয়। স্থানীয়রা এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে বিলাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. হাবিবুর রহমান জানান, বর্তমানে সামসুল আলম আশঙ্কামুক্ত রয়েছেন। প্রয়োজন হলে তাকে রাঙামাটি জেনারেল হাসপতালে প্রেরণ করা হবে।