parbattanews bangladesh

বান্দরবানে রেড ক্রিসেন্টের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৬ ডিসেম্বর) বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু।

জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি একেএম জাহাঙ্গীরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মো. ইসলাম বেবী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুধাংশু বিমল চক্রবর্তী।

সভায় ২০১৬ সালের বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। এছাড়া ২০১৭ সালের আয় ব্যয়ের বিবরণী উপস্থাপন ও অনুমোদন এবং ২০১৮ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন হয়।