parbattanews bangladesh

বান্দরবানে বিদ্যুৎ স্পৃষ্টে রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান:

বান্দরবান শহরে শুক্রবার বিকেলে একটি পুরানো ভবন ভাঙতে গিয়ে স্পৃষ্ট হয়ে মো. বশর নামে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মো. কাশেমের ছেলে বশর। তবে তিনি বান্দরবানের লাঙ্গিপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, জেলা শহরের প্রু আবাসিক হোটেলের চতুর্থ তলায় পিলার ভাঙার কাজ করছিল বশরসহ আরও কয়েকজন। এ সময় ভাঙা পিলারটির একটি রড পাশে থাকা বিদ্যুতের সঞ্চালন লাইনের ১১ হাজার ভোল্টের তারের ওপর এসে পড়ে। এ সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বশর।

বান্দরবান সদর থানা পুলিশের উপ-পরিদর্শক বেলাল হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।