parbattanews bangladesh

বান্দরবানের “উসোই সিং মারমা” জাতীয় সংগীতে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন

ডেস্ক রিপোর্ট:

বান্দরবানের “উসোই সিং মারমা” শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশনে জাতীয় পর্যায়ে ৩য় স্থান অর্জন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ব্রোঞ্জ পদক লাভ করেছে।

বান্দরবানে মেঘলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র “উসোই সিং মারমা” শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগে প্রথম স্থান অর্জন করার পর জাতীয় পর্যায়েও ৩য় স্থান অর্জন করে।

ফলে স্বাধীনতা ও জাতীয় দিবসের জাতীয় অনুষ্ঠানে এই ছোট শিক্ষার্থী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ব্রোঞ্জ পদক লাভ করেছে।

ছোট্ট এই শিশুর জাতীয় পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশনে তৃতীয় স্থান অর্জন করায় বান্দরবানবাসীর জন্য এক গৌরব অর্জন বলে অনেকে মনে করছেন।