parbattanews

বাতিঘরকে কেন্দ্র করেই ন্যাচারাল বিচ তৈরি করা হবে: আখতারুজজামান খান

কুতুবদিয়া প্রতিনিধি:

বাতিঘরকে কেন্দ্র করেই মাস্টার প্লানের মাধ্যমে কুতুবদিয়ায় ন্যাচারাল বিচ তৈরির পরিকল্পনা হাতে নেয়া হবে। এক্ষেত্রে বেড়িবাঁধকে প্রথম বিবেচনায় রেখেইে এগিয়ে যেতে হবে।

মঙ্গলবার (২৪ এপ্রিল) রাত ৮টায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন আয়োজিত অফিসার্স ক্লাবে মতবিনিময় সভায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন চেয়ারম্যান আখতারুজজামান খান কবীর একথা বলেন।

দেশের একমাত্র বায়ুবিদ্যুৎ প্রকল্পকে ট্যুরিজম প্রডাক্ট হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন পর্যটকদের সুবিধায় সুপরিসরে মোটেল নির্মাণ, চ্যানেল পারাপারে ফেরী সার্ভিস চালুসহ কক্সবাজার টু কুতুবদিয়ায় সি ট্রাক চলাচল নিশ্চিত করা হবে। এ জন্যে তিনি জায়গা নির্ধারণের প্রস্তাবসহ পরিকল্পনা নেয়ার কথাও জানান।

মতবিনিময় সভায় দ্বীপের পর্যটন বান্ধব মূল উদ্যোক্তা উপজেলা নির্বাহি কর্মকর্তা সুজন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধূরী, জেলা আ’লীগের সহ-সভাপতি বড়ঘোপ ইউপি চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসেন সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুচছাফা, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আসম শাহরিয়ার চৌধুরী, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী, কৃষি ব্যাংক কুতুবদিয়া শাখা ম্যানেজার দুলাল বড়ুয়া, কুতুবদিয়া হাই স্কুল প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, কবি জসীম উদ্দীন হাই স্কুল প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীলসমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Exit mobile version