parbattanews

বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ’র জামিন

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

টানা প্রায় ১২ দিন কারা ভোগের পর অবশেষে জামিন পেলেন, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ।

রোববার (২০ মে) খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমানের আদালত তাকে জামিন দেন। তবে আব্দুল মজিদ চট্টগ্রাম কারাগারে থাকায় এ দিন তিনি মুক্তি পাননি।

জামিন শুনানীতে উপস্থিত ছিলেন, এডভোকেট কামাল উদ্দীন মজুমদার, এডভোকেট নাছির উদ্দীন, এয়াকুব আলী চৌধুরী, এডভোকেট জসিম উদ্দীন মজুমদার, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট নুরুল্লা হিরু ও এডভোকেট শাহীন হোসেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ি কারাগারের জেলার আবুল ফাত্তাহ’র উপর হামলা ও সরকারী কর্তব্য কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় গত ৮ মে বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ গ্রেফতার করা হয়।

পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আসাদ উল্লাহ জামিনের সত্যতা নিশ্চিত করে বলেন, আব্দুল মজিদ চট্টগ্রাম কারাগারে রয়েছে। জামিনের কাগজ সোমবার ডাক যোগে যাবে। ফলে মঙ্গলবার নাগাদ আব্দুল মজিদ মুক্তি পেতে পারে।

Exit mobile version