parbattanews bangladesh

বাঘাইছড়িতে বিষপানে শিশুর মৃত্যু

বাঘাইছড়ি প্রতিনিধি:

বাঘাইছড়িতে অসর্তকতার কারণে কীটনাশক খেয়ে সরুপ চাকমা (১৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই উপজেলার বথিন চাকমার ছেলে। সোমবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।

এরপরে বাঘাইছড়ি উপজেলা হাসপাতালে সরুপ চাকমাকে নেওয়া হলে ডা. সহেল চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন। বাঘাইছড়ি থানার ওসি মো. জাহাঙ্গীর আলম সত্যতা নিশ্চিত করেন।

বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড়ঋড়ি চাকমা বলেন, আমি শুনেছি অসর্তকতার কারণে সরুপ চাকমার মৃত্যু হয়েছে।