parbattanews

বাংলাদেশী ৯টি মহিষ ফেরত দিল মিয়ানমার

টেকনাফ  প্রতিনিধি:

গত এক সপ্তাহ আগে বাংলাদেশী ৯ মহিষ মিয়ানমারে চলে যায়। পরে টেকনাফ বিজিবি’র হস্তক্ষেপে বাংলাদেশী ৯টি মহিষকে ফেরত দিল মিয়ানমারের বিজিপি।

টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী প্রেস বিফিংয়ে জানান, ‘গত ১৯ আগস্ট বিকালে নাফ নদী পার হয়ে বাংলাদেশী ৯টি মহিষ মিয়ানমারের অভ্যন্তরে চলে গিয়েছিল।

এ ব্যাপারে অধিনায়ক ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক মিয়ানমার ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধিনায়ককে মহিষগুলো ফেরৎ দেয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়। ২ বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়ক ওই মহিষগুলো ফেরৎ দেয়ার ব্যাপারে আশ্বস্ত করেন।

এরই ধারাবাহিকতায় ২৫ আগস্ট মিয়ানমারের অভ্যন্তরে বিজিপির জীম্বংচং ক্যাম্পে মিয়ানমার ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধিনায়ক লে. কর্নেল নায়মাইও থু কর্তৃক টেকনাফ-২ বিজিবি’র পরিচালক অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী এর নিকট বর্ণিত মহিষগুলো হস্তান্তর করেন। বিজিবি কর্তৃক উদ্ধারকৃত মহিষগুলো নিরাপদে মহিষের মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। বর্তমানে মহিষগুলো বাংলাদেশে নিজ মালিকের নিকট রয়েছে।

Exit mobile version